যথাবিহিত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি বাদী এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদীগণ বিগত ২০১৫ সালের বিভিন্ন সময় আমার কাছ থেকে সর্বমোট ২,৬০,০০০/= (দুই লক্ষ ষাট হাজার) টাকা হাওলাদ হিসাবে নেয়। আমার টাকার বিশেষ প্রয়োজন বিধায় বিবাদীগণ হাওলাদকৃত টাকা চাহিলে দিচ্ছি, দিব বলে প্রায়তারা করিতেছে। উক্ত বিবাদীগণ পরধনলোভী ব্যক্তি। এই ব্যাপারে অত্র ওয়ার্ডে মেম্বার সাহেবকে জানালে বিবাদীগণকে ডেকে মেম্বার সাহেব একটি সুন্দর সমাধান করার ব্যবস্থা করেন কিন্তু বিবাদীগণ মেম্বার সাহেবের সালিশ অমান্য করে। আমি অসহায়, গরীব, রিক্সাচালক বলে বিবাদীগণ আমার সাথে এমন আচরণ করিতেছে।
অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন এই যে, উপরোক্ত বিবাদীগণকে আপনার কার্যালয়ে এনে সঠিক বিচার করিতে মর্জি হয়।